Spread the love

কলকাতা প্রেস ক্লাবের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানোয়াল স্টেট কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়। এবং একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিছু দাবি রাখে সরকারের কাছে, ১ রাজ্যের প্রতি মহকুমায় আরএনআই স্বীকৃত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুমোদিত পাক্ষিক ও সাপ্তাহিক পেপার অনুমোদন দেওয়া হোক, ২ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হোক, ৩ সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের প্রশিক্ষণ এবং সরকারী স্বীকৃতি প্রদান করা হোক,৩ কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হোক, ৪ প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি করা হোক এছাড়া আরো কিছু দাবি রাখা হয় সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের সুচনা উপস্থিত ছিলেন পূবের কলম পত্রিকার সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি,রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী, রজনী মুখার্জী,বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সীতারাম আগারওয়াল, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *