স্মরণ সভা গলসিতে
সেখ নিজাম আলম — গলসী ২ এরিয়া কমিটির গলসী ৪ শাখার সম্পাদক প্রয়াত সেলিম মন্ডল এবং গলসী৩ শাখার পার্টি সদ্স্য প্রয়াত নিধিরাম প্রামানিকের স্মরন সভা অনুষ্ঠিত হলো গলসি উচ্চ বিদ্যালয়ে।
স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মনিমালা দাস , সাইদুল হক ও জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন। সভাপতিত্ব করেন গলসী ০২ এরিয়া কমিটির সম্পাদক কাজী জাফর আলী।