রাইপুরে সচেতনতার মিছিল রাইপুর থানা পুলিশের
। শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:———-বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রাইপুর থানার পরিচালনায় রাইপুর থানার পুলিশ কর্মীদের নিয়ে সেভ লাইফ সেফ ড্রাইভ কর্মসূচি পালিত হল আজ রাইপুর বাজারে ।রাইপুর থানা প্রাঙ্গণ থেকে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সচেতনতার মিছিল রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর সবুজ বাজার বাসস্ট্যান্ডে পথসভায় সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক বৃন্দ ।পথচারী থেকে মোটরসাইকেল আরোহী গাড়িচালক সকলকেই সচেতন করেন ।ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান পুলিশের আধিকারিক বৃন্দ। পরে মিছিলটি সারা বাজার পরিক্রমা করে আবার থানা প্রাঙ্গনে ফিরে আসে। এ ব্যাপারে রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক বলেন এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি আজ একটি অঙ্গ এরকম মিছিল সারা বছরের বিভিন্ন দিনে আমাদের পুলিশ কর্মীরা করে থাকেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় বারবার প্রচার চালানো সত্ত্বেও কিছু বাইক আরোহ ী ও গাড়িচালক বেপরোয়া ভাবে গাড়ি চালান। যার ফলে দুর্ঘটনা ঘটে যায়। যেটা কখনোই কাম্য নয়। তাছাড়া বাইক চালাবার সময় চালক ও আরোহীর হেলমেট থাকা একান্ত প্রয়োজন।। রাইপুর সবুজ বাজার মোড়ে এই পথসভায় রাইপুর থানার পুলিশ অফিসার সায়ন পানি বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয়, মাইকিং করা হয় তবুও কিছু মানুষ বেপরোয়া ভাবে গাড়ি চালান যেটা কখনোই কাম্য নয়। তাছাড়া ব্যস্ত রাস্তার পাশে অযথা বাইক ও গাড়ি না রাখার আবেদন জানান তিনি ।