এস এন মিউজিকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটার বাদক পন্ডিত স্বপন সেন জানান, নীলাঞ্জনা নিজে একজন চ্যালেঞ্জিং মহিলা । তারপরও যেভাবে ও অন্য নারীদের, পাশে থেকে উৎসাহিত করছে এর কোন তুলনা হয়না। এস এন মিউজিকের নারী সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এন মিউজিকের প্রেসিডেন্ট পন্ডিত স্বপন সেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া দেবরাজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুস্মিতা রায়, আকাশবাণী কোলকাতার সঙ্গীতশিল্পী সুদীপ্তা বসু, ফিল্ম প্রডিউসার রাখী দে, সঙ্গীতশিল্পী ভোকালিস্ট পারমিতা, অর্পিতা রায়, পুজা ভাটিয়া, সিঞ্জিনি সেনগুপ্ত, সুশ্রী ঘোষ, মৌসুমী ঘোষ, রূপকথা বিশ্বাস, অঙ্কিতা সিকদার,শিক্ষিকা মধুমিতা দাস ও অর্পিতা দাসগুপ্ত স্যাক্সোফোন প্লেয়ার মৌমিতা দাস,নৃত্যশিল্পী শিবানী কুন্ডু সাহা, ও শাল্মলী চক্রবর্তী।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা সুমিতা চক্রবর্তী। এছাড়াও সম্মাননা জানানো হয়েছে আরও দুজন স্পেশাল গৃহবধূ কে। তাঁরা হলেন শ্রীমতি অপর্ণা সেন ও শ্রীমতি রেখা চক্রবর্তী। প্রসঙ্গত বলে নেওয়া ভালো, শ্রীমতি অপর্ণা সেন হলেন, এস এন মিউজিকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটার বাদক পন্ডিত স্বপন সেনের সহধর্মিনী। এবং শ্রীমতি রেখা চক্রবর্তী হলেন জি 24 ঘন্টার খবর পাঠক সব্যসাচী চক্রবর্তী ও বিশিষ্ট অভিনেতা সায়ক চক্রবর্তীর মা। এস এন মিউজিকের কর্ণধার নীলাঞ্জনা মাইতি বলেন একজন সাকসেসফুল মানুষ কে সবাই চেনে সবাই দেখে। কিন্তু সাকসেসফুল মানুষকে যিনি প্রতিদিন প্রতিনিয়ত দিনরাত এক করে গড়ে তোলেন তাঁরা সবসময় প্রদীপের তলায় অন্ধকারের মতো অন্দরমহলে থেকে যান। সেই চিন্তা ভাবনা থেকে নীলাঞ্জনা দুজন স্পেশাল গৃহবধূ কে সম্মাননা জানিয়েছেন। এদিন দর্শক আসন উজ্জ্বল করে ছিলেন টি সিরিজ খ্যাত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার জয়ন্ত দে মহাশয়, অভিনেতা সায়ক চক্রবর্তী, অভিনেতা রুদ্রাশিস দে ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিগন এবং প্রায় তিরিশ জন ক্যান্সার আক্রান্ত রোগী। নীলাঞ্জনা আরও বলেন যতদিন সুস্থ অবস্থায় বেঁচে থাকবেন প্রত্যেক বছর নির্দিষ্ট একটি দিনে নারী সম্মান অনুষ্ঠান তিনি করবেন।

Leave a Reply