: গত 15ই জুন 55A সূর্য সেন স্ট্রীট অবস্থিত কৃষ্ণ পদ ঘোষ মেমোরিয়াল ভবনে অনুষ্ঠিত হলো বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা। নোট পাবলিশার্স পরিচালিত প্রতিষ্ঠানের সম্পাদিকা ইন্দ্রানী ভট্টাচার্যের পরিচালনায় এই বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ঠ লেখক লেখিকা কবি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ঠ কবি ও ইংরেজি কাব্য গ্রন্থের লেখক ডক্টর স্বপন কুমার নাথ এর উপস্থিতি অনুষ্ঠান কে অন্য মাত্রায় নিয়ে যায়। উল্লেখ্য কবি ডক্টর স্বপন কুমার নাথ ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারের অধিকারী হয়েছেন। এই বই প্রকাশ অনুষ্ঠানে দুটি বাংলা কাব্য গ্রন্থে কবির দুটি কবিতা প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটির নাম হলো “স্বপনসন্ধানী”ও “ঝরা পাতাদের দেশে” । কবি এই দুটি কবিতার মধ্যে তার মনের মধ্যে যে বেদনা বর্তমান সমাজ কে নিয়ে তা ব্যক্ত করেছেন। শিক্ষক ও ছাত্র এর মধ্যে সম্পর্কের যে ঘুন ধরেছে কবির লেখনীর মধ্যে পরিস্ফুটিত হয়েছে। শিক্ষার আঙিনায় যে দুর্বৃত্তের অভিভাবক এর বেশ ধরে যে আগমন ঘটেছে তার ছবি তুলে ধরেছেন। অনুষ্ঠানে কবি ডক্টর নাথ তার কবিতা পাঠ করে দর্শকের মন জয় করেছে। অনুষ্ঠান এর প্রারম্ভে কবি কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply