রবীন্দ্রসংগীত কে নতুন ভাবে উপায়স্থাপন করতে নতুন ইউ টিউব চ্যানেল প্রকাশ করলো বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীমতি পৌলমী মজুমদার

রবীন্দ্রসঙ্গীত কে নতুন ধারায় উপস্থাপনা করে প্রকাশ করতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতি পৌলমী মজুমদার একটি গান এর ভিডিও প্রকাশ্যে আনলেন তার নিজস্ব ইউটুব চ্যানেলের মাধ্যমে | প্রথম ভিডিওটি যেটি প্রকাশ পেলো আজ তার নাম “জীবন আমার” | প্রখ্যাত শিল্পী প্রবুদ্ধ রাহার তত্বাবধানে সংগীত নির্মাণের দায়িত্বে সুরজিৎ দাস ছিলেন , এছাড়া শব্দগ্রহন ও শব্দ মিশ্রণ করেছে গৌতম দেবনাথ |

রবীন্দ্রসঙ্গীত বাঙালী শ্রোতাদের কাছে চিরদিনই আবেগের মতন , কিন্তু নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে পরিবেশনা করলে তার চাহিদা আরো বেড়ে যায় | তাই শিল্পী পৌলোমী মজুমদার এর কথায় “রবীন্দ্রসংগীত কে জানতে হলে সমস্ত রকমের সংগীত এর ব্যপারে জানতে হবে তার ফীল ও ডেপ্ত কে জানার জন্য | তাই এই রকমের অডিও ভিজ্যুয়াল এর মাধ্যমে রবীন্দ্রসংগীত কে পরিবেশনার পেছনে একটি আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে যা নতুন প্রজন্মকে রবীন্দ্রসংগীত শোনার ব্যপারে আরো উদ্বুদ্ধ করবে |

Leave a Reply