উদযাপিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের রবীন্দ্র – নজরুল সন্ধ্যা
ইন্দ্রজিৎ আইচ
গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর আয়োজনে গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়ার অন্নপূর্ণা প্যালেসে বহু গুণী শিল্পী ও বিভিন্ন নাট্য ব্যক্তিত্বদের সমন্বয়ে পালিত হলো রবীন্দ্র – নজরুল সন্ধ্যা। বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব( খরদা থিয়েটার জোন ) তপন দাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দলের সভাপতি শ্রাবণী সাহা রবীন্দ্র – নজরুল ছবিতে মাল্য দান করেন। বহু গুণী শিল্পীরা উপস্থিত হয়ে ছিলেন এই অনুষ্ঠানে এবং তাদের দ্বারা পরিবেশিত বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ উল্লেখের দাবি রাখে। নাবিক নাট্যমের সমস্ত শিল্পীরা সমবেত হয়ে রবীন্দ্রনাথের আগুনের পরশমনি গানটি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা করে। এছাড়াও মুকুলিকা গানের স্কুলের শ্রুতি নাটক ও গান, গোবরডাঙ্গা নান্দনিকের গীতি আলেখ্য, গোবরডাঙ্গা মৃদঙ্গম এর ছোটো নাটিকা, দেবিকা ব্যানার্জীর গান, গোবরডাঙ্গা নাট্যায়নের তরফ থেকে সোনালী দাস ও নমিতা বিশ্বাসের গানের অনুষ্ঠান দর্শকদের বিশেষ নজর কাড়ে। গোবরডাঙা নাবিক নাট্যমের শিশু কিশোর বিভাগের ক্ষুদে কুশিলবেদের মধ্যে উপস্থিত ছিল অনুস্পা, ঐস্মিতা, বর্ষা, ঈপ্সিতা, ঐশানী, রুমকি, রাজেশ, রিজু, রনি, পাপিয়া, নীল, ঋষিতা, অনিরুদ্ধ তারা নাচ,গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের এক আলাদা মাত্রা যোগ করে। এলাকার বেশকিছু গুণী শিল্পীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। রুমা সাহা, সাধনা বিশ্বাস, নন্দিনী সাহা, অপর্ণা দেবনাথ, উত্তরণ দেবনাথ, সৌবনি বিশ্বাস। দলের তরফ থেকে সৌরজ্যোতি অধিকারীর গান ও রাখী বিশ্বাসের নাচে মুগ্ধ হয়ে ওঠে দর্শক মহল। দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা সকলকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের অন্তিম ভাগে দলের শিশু কিশোর নাট্য কর্মশালার শিল্পীরা ও দলের বাকি সদস্যরা মিলে একটি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন যার দায়িত্বে ছিলেন অবিন দত্ত। এ ছাড়াও উপস্থিত ছিলেন অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, শর্মিষ্ঠা সাধুখাঁ, সুপর্ণা সাধুখাঁ, অপূর্ব চ্যাটার্জী। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জীর সমাপ্তি ভাষণে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের রবীন্দ্র – নজরুল সন্ধ্যার সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক জীবন অধিকারী।