শ্রদ্ধেয় ও পূজ্য ভবার আদরের সারথি আচার্য ডঃ গোপাল ক্ষেত্রীর ৮০ তম শুভ জন্মদিনে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল, বাচিক শিল্পী শ্রী জগন্নাথ বসু ও উর্মি মালা বসু, নিত্যানন্দ প্রভুর বংশধর রাজরাজেশ্বরী মা ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ ভবার গান বাণী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো গোপাল ক্ষেত্রীর শুভ জন্মদিন। ডঃ ক্ষেত্রী বলেন এটা একটা জন্মদিন নিছক ‘ এটা মিলনের উৎসব | ভবার ভাবকে বিনিময় করা ও আগামী দিনে বিভিন্ন জায়গায় ভবার সৎসঙ্গ পরিচালনা করার লক্ষ্যই হলো এই মিলন উৎসব | শেষে কেক কাটা হয় এবং সকলকে প্রসাদের ব্যবস্থা করা হয়। পাইকপাড়া মোহিত মঞ্চে ৷ সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রী শশী ক্ষেত্রী ৷ ছবি সুবল সাহা |