পৌরসভার উদ্যোগে আয়োজিত নজরুল উৎসব

সেখ সামসুদ্দিন, ২৫ মেঃ মেমারি পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় নজরুল উৎসব। মেমারি পৌরকরণে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, কাউন্সিলর বাপি ব্যানার্জী, প্রাক্তন কাউন্সিলার বিদ্যুৎ দে এবং উপস্থিত সকল শিল্পী, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য প্রদান করেন। পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমন সিংহ রায় এবং তাকে তবলায় সঙ্গত করেন দেবদাস নন্দী। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেয়ারম্যান ও সঞ্চালক নিজে। এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাতী সান্যাল, ভূমিকা বর্মন মুখার্জী, জয়ন্ত গাঙ্গুলী, নবনীতা ঘোষ, বিকাশ ভট্টাচার্য্য, অগ্নিনির্বাপণ কেন্দ্রের অফিসার পুলক সিংহ রায় প্রমুখ। শিল্পীদের তবলায় সঙ্গত করেন দেবদাস নন্দী। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পীবৃন্দ সমবেত কন্ঠে সঙ্গীত পরিবেশন করেন।

Leave a Reply