ময়নার নিহত বিজেপি কর্মী খুনের মামলায় এনআইএ তদন্ত বহাল ডিভিশন বেঞ্চেও
নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আইনী ধাক্কা খেল রাজ্য সরকার। মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে পিটিয়ে বোমা মেরে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।এদিন সেই মামলার শুনানিতে বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, -‘যেহেতু ইতিমধ্যে এনআইএ তদন্ত শুরু করেছে, তাই সেখানে আর হস্তক্ষেপ করবে না আদালত’।প্রসঙ্গত, গত বছরের মে মাসে বিজেপির ময়নার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলা উঠেছিল হাইকোর্টের বিচারপিত রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি প্রথমে ওই খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে বোমা পাওয়ার কথা স্বীকার করেছিল রাজ্য। কিন্তু পুলিশের চার্জশিটে সে বিষয়ে কিছু উল্লেখ ছিল না। সেই নিয়েও বেশ বিরক্ত হয়েছিল আদালত। শুধু তাই নয়, একাধিক অভিযুক্তের নাম নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বোমা-তত্ত্বটি উঠে আসার পরই বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় এনআইএ-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল ওই মামলার। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো।