Spread the love

মুর্শিদাবাদে রামনবমী ঘটনাতেও এনআইএ, জানিয়ে দিল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদ জেলার রামনবমীর হিংসা  নিয়ে এনআইএর রিপোর্ট জমা পড়লো । তারপরই আদালত জানিয়ে দিল, মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি ও হামলার ঘটনায় তদন্ত করবে তাঁরা।চলতি বছর রামনবমীর দিন মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুরে অশান্তির ঘটনা ঘটে । একদল দুষ্কৃতীর বিরুদ্ধে রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শক্তিপুরের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও গন্ডগোল ঘটে । বাড়ির ছাদ থেকে মিছিলকে লক্ষ করে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানিয়ে।এতদিন এই হিংসার ঘটনায় তদন্ত করছিল সিআইডি। তবে এনআইএ-র তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এখন সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই এই ঘটনার তদন্তভার পেল। এই মামলার আগের শুনানিতে কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্যের পরিস্থিতি নিয়ে। এমনকী বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথাও বলেছিলেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছিলেন , যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই।শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে , -‘রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনও রাজনৈতিক নেতা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায় সম্পর্কে কোনও মন্তব্য বা প্রচার করতে পারবেন না। এই বিষয়ের উপর সম্পূর্ণ নজরদারি রাখতে হবে তাঁকে’। স্থানীয় স্তরে এ নিয়ে প্রচার করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আগামী ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *