দুই দিন ধরে ঈদ উপলক্ষে রমজান মাসে রোজা রাখা সত্ত্বেও মেয়ে তানিশা পারভীনকে সঙ্গে নিয়ে (চতুর্থ শ্রেণীর ছাত্রী ) বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা অসহায় মানুষের হাতে পৌঁছে দিয়েছেন। এই কাজে তানিশা পারভীন তার জমানো কিছু টাকা দিয়ে সাহায্য করেছে । মুরাতি পুর , কলীটুকুড়ি ও কালুকত্বক গ্রামে কিছু অসহায় পরিবারকে এবং মুরাতিপুর বাজারে যারা ভিক্ষা করতে আসেন তাদের হাতে একটি করে শাড়ি ও বাচ্চাদের জন্য জামা প্যান্ট, লাচা, সিমাই, নারকেল ,চিনি, ও লিকুইড দুধ, ঈদ উপলক্ষে তাদেরকে দেওয়া হল। এই অসহায় পরিবার গুলি এগুলি পেয়ে ঈদ খুবই আনন্দিত ভাবে পালন করতে পারবে। আমির শেখর এই মহৎ কাজে কয়েক জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শফিউল আলম, নজরুল শেখ , ইনসান শেখ,এছাড়া অনেকে সাহায্য করেছে ওনাদের সাহায্য নিয়ে এই কাজটি করেছেন সমাজ বন্ধু পশুপ্রেমী আমির শেখ।