রাইপুরের নৃত্যাঙ্গন নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন
:—সাধন মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর নামোবাজারে নৃত্যাঙ্গন নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ও পরিচালনায় আজ অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। শিশু শিক্ষার্থী থেকে শুরু করে সমস্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবক অভিভাবিকা বৃন্দ এই বসন্ত উৎসবে যোগ দেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল হাতে আবীর নিয়ে বের হয় প্রথমে তারা রাইপুর নামোবাজার শিব মন্দির প্রাঙ্গণেএকটি নৃত্য সাধারণ মানুষের কাছে প্রদর্শন করেন ওরেগৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অবিভাবক অভিভাবিকা বৃন্দ সহ শিক্ষার্থীরা সারা বাজার পরিক্রমা করে। রাইপুর রঘুনাথ মন্দিরের সামনে, সবুজ বাজারে ও রাইপুর থানাগোড়া বাস স্ট্যান্ড সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে বসন্তের গান গেয়ে ও নৃত্য প্রদর্শন করে দিনটি উদযাপন করে । এ ব্যাপারে শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষা মুনমুন দাস বলেন প্রতি বছরেই আমরা আমাদের শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন করে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে স্থানীয় বিশিষ্ট মানুষ জন ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ ।সবশেষে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছিল।