Spread the love

প্রেমের মাসে প্রেমের গানের দৃশ্যে মন মাতাবে বনমালী মিউজিক ভিডিও। জ্যোতি মিউজিক ও জে ডি প্রোডাকশনের পরিচালনায় মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হল ‘বনমালী’ সহ আরো তিনটি মিউজিক ভিডিও , ‘ও প্রিয়া’, ‘লাভ ক্যাপাচিনো’ ও “বল মন বল’। নতুন গায়ক ও গায়িকাদের কণ্ঠে আসছে এই রোমান্টিক গানগুলি। বনমালীর গায়িকা শালিনী মুখার্জি। “ও প্রিয়া” মিউজিক ভিডিওতে কন্ঠ দিয়েছেন শান্তনু দে সরকার। এছাড়া “লাভ ক্যাপাচিনো” তে গায়ক রুদ্র সরকার ও “বল মন বল” এর সংগীত শিল্পী সুমন ভৌমিক। এছাড়াও রয়েছে এক ঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী , মৈনাক -হিয়া চক্রবর্তী, প্রমিত- শ্রেয়া ,সুমিত- পূবালী, ও বিনয়-সুস্মিতা প্রমূখ। গানটির মিউজিক পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র। সঙ্গীত জগতের কিংবদন্তি মিউজিক ডিরেক্টর ও তরুণ প্রতিভাদের সম্মিলিত প্রয়াসে এই মিউজিক ভিডিও । মিউজিক ভিডিওর পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও ক্রিয়েটিভ হেড সান চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *