খায়রুল আনাম,
বীরভূম : সরস্বতী পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকেই অশান্তির খবর পাওয়া যাচ্ছে। জোরপূর্বক চাঁদা আদায়ের মধ্যে অনেকেই বাহবাও কুড়োচ্ছে। ছোটরা সামনে দাঁড়িয়ে থাকা চাঁদা আদায় করলেও এদের পিছনে রয়েছে বড়দের হাত। এমনটাই মনে করেন অনেকেই। এরা যে ভাবে যানবাহনের সামনে ঝাঁপিয়ে পড়ছে তাতে যে কোনও মহূর্তে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। এমনই দৃশ্য দেখা যাচ্ছে বোলপুরের সুরশ্রীপল্লি এলাকায়। এখানকার গুরুত্বপূর্ণ লালপুল এলাকা থেকে গুরুত্বপূর্ণ রাস্তাটি গিয়েছে সুরশ্রীপল্লির ভিতর দিয়ে। এখানেই রয়েছে দূরদর্শন কেন্দ্র এবং আকাশবাণী ভবন। পাশেই রয়েছে ইন্দিরা গান্ধী ভবন ও বাংলাদেশ ভবন। রেললাইন এলাকা থেকেও একটি রাস্তা এখানে এসে মিশেছে। রয়েছে পশু হাসপাতাল। এই পথে বিশ্বভারতীর পড়ুয়ারাও যাতায়াত করে। এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সুরশ্রীপল্লির মোড়ে দূরদর্শন কেন্দ্রের দিকে রাস্তার বাঁকে বাঁশ বেঁধে চলছে সরস্বতী পুজোর চাঁদা আদায়ের নামে রীতিমতো হল্লাবাজি। ছাত্রীদের সাইকেল পর্যন্ত আটকে সরস্বতী পুজোর চাঁদা আদায়ের নামে যা চলছে তাতে মানুষের চলাচল এবং ছাত্রীদের মর্যাদা নিয়ে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। অথচ এর একপাশে রয়েছে শান্তিনিকেতন থানা আর অন্যপাশে রয়েছে বোলপুর থানা। তবুও নেই ছাত্রী-সহ অন্যান্যদের স্বাভাবিক চলাচলের অধিকার।