জমে উঠেছিলো চণ্ডীতলা প্রম্পটার এর ১২ তম বর্ষ র নাট্য উৎসব ২০২৪
কেকা আইচ
………………………………………….
২৬ থেকে ২৯ জানুয়ারি চণ্ডীতলা
হুগলীর বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত
হলো চণ্ডীতলা প্রম্পটার এর ১২ তম বর্ষর নাট্য উৎসব ২০২৪। এই উৎসব উদ্বোধন করেন সাহিত্য একাডেমির আঞ্চলিক সম্পাদক ড: দেবেন্দ্র কুমার দেবেশ, অভিনেতা তেজময় বন্দ্যোপাধ্যায়, নাট্য গবেষক তমাল মুখোপাধ্যায়, প্রাক্তন সভাপতি বিদ্যুৎ হাজরা, থিয়েটার শাইন এর প্রাণপুরুষ শুভজিৎ ব্যানার্জী ও চণ্ডীতলা প্রম্পটার এর কর্ণধার প্রদীপ রায়। উদ্বোধনী নৃত্যে অংশ
নেয় চণ্ডীতলা প্রম্পটার এর শিল্পীরা। প্রথমদিন মঞ্চস্থ হয় থিয়েটার পুষ্পক এর নাটক
মা : সব ভূন্দুল। নাটক ও নির্দেশনা আলোকপর্ণ গুহ।
এইদিন মঞ্চস্থ হয় চণ্ডীতলা
প্রম্পটার এর নাটক মুক্তিসূর্য
ক্ষুদিরাম। নাটক প্রদীপ রায়।
নির্দেশনা শ্যামল সরকার।
উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয়
চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি প্রযোজিত নাটক
লাইটার। নাটক ও নির্দেশনা তিমির বরণ রায়। পরের নাটকটি
ছিলো চাকদহ নাট্যজন এর নাটক পাঁচ ফোড়ন। নাটক ও নির্দেশনা সুরঞ্জনা দাসগুপ্ত। এই দিনের শেষ নাটক ছিলো সাইথিয়া ওয়েক আপ এর নাটক
ফকির কলমা অপেরা। নাটক
পঙ্কজ কুমার মন্ডল। নির্দেশনা
পান্নালাল ভট্টাচার্য। তৃতীয়দিন মঞ্চস্থ হয় বর্ধমান স্বপ্নঅঙ্গন এর নাটক যশোদা মা। নাটক শিবনকর চক্রবর্তী। নির্দেশনা প্রবীর হালদার।পরের নাটক টি
ছিলো রঘুনাথগঞ্জ থিয়েটার এর নাটক রান শিউলী রান। নাটক
শিবঙ্কর চক্রবর্তী। নির্দেশনা সোমা সরকার। পরে মঞ্চস্থ হয়
মালদা ড্রামাটিক ক্লাবের নাটক
নতুন শ্রাবণ। নাটক সঙ্গীতা চৌধুরী। নির্দেশনা দেবাশিস ভূতি। এইদিনের শেষ নাটকটি
ছিলো শেষ বিবৃতি। নাটক স্বপণ
দাস। নির্দেশনা নিতাই কোনার।
উৎসবের শেষদিন মঞ্চস্থ হয়
জয়নগর এষনা র নাটক
অনির্বাণ। নাটক সৌমিত্র বসু।
নির্দেশনা কিশলয় বসু।
পরিবেশিত হয় পরের নাটক
উত্তরপাড়া উত্তরায়ন এর নাটক
ফলগুধারা। নাটক শঙ্কর বসু ঠাকুর।নির্দেশনা রানা কুন্ডু।
এই উৎসবের শেষ দিনের শেষ নাটক ছিলো চণ্ডীতলা প্রম্পটার
এর নাটক ইরাবান গাথা।
নাটক ও নির্দেশনা রাকেশ ঘোষ।
সবমিলিয়ে শেষ হলো চারদিনের
এই উৎসব।