প্রজাতন্ত্র দিবসে নাবিক এর অনুষ্ঠান
কেকা আইচ
গত 26শে জানুয়ারি 2024 গোবরডাঙা নাবিক নাট্যম পালন করলো প্রজাতন্ত্র দিবস। নিজস্ব মহলা কক্ষের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন দলের পরিচালক, নাট্যগুরু মাননিয় জীবন অধিকারী। উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা , ও সোমনাথ রাহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সকল সদস্য ও সদস্যারা। শিশুকিশোর নাট্যকর্মশালার সকল কুশীলবরা উপস্থিত ছিলেন ওই দিনে। পতাকা উত্তোলন পর্ব শেষ করে,সুভাষ চন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন দলের প্রতিষ্ঠা সদস্য মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়। উপস্থিত ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখাজ্যী ও কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা । দল সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা। তারপর সমবেত ভাবে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জীবন অধিকারি ও সোমনাথ রাহা মহাশয় প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন । নাট্য কর্মশালার ছাত্র, ছাত্রীরা কিছু দেশাত্মবোধক গান, নাচ, কবিতার মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এলাকার বহু মানুষ সামিল হয়ে ছিলেন নাবিক নাট্যমের এই আয়োজনে। দীর্ঘ সময়ের জন্যে না হলেও এই আয়োজন সম্পূর্ণ রূপে সাফল্য অর্জন করে। এলাকার মানুষের হাতে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।