তৃনমূল কংগ্রেসের দ্বিতীয় জেলা কোর কমিটির বৈঠক, রামপুরহাটে।

সেখ রিয়াজউদ্দিন,রামপুরহাট:- সামনে লোকসভা নির্বাচন। সেই লক্ষ্য নিয়েই রণকৌশল নির্ধারণ করতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার রামপুরহাট দলীয় কার্যালয়ে। দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তিহারে জেলবন্দী রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। আর তার অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ৯ জনের একটি কোর কমিটি গঠন করে বীরভূম জেলার সংগঠন দেখার জন্য। পরবর্তীতে কয়েকদিন আগেই সেই ৯ জনের কোর কমিটি ভেঙে ৫ জনের কোর কমিটি গঠনের কথা ঘোষণা করেন। সেখানে স্থান পেয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী,বিধায়ক অভিজিৎ সিংহ,ডেপুটি স্পিকার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত ঘোষ। আজকে সেই সমস্ত কোর কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় রামপুরহাটের।এদিনের বৈঠকে রামপুরহাট মহকুমার সমস্ত বিধায়ক, প্রতিটা ব্লকের দলীয় সভাপতি ও শহর সভাপতিদের নিয়ে বৈঠকে বসে। আগামী লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দলীয় রণকৌশল ঠিক করার লক্ষ্যেই মূলত আজকের রুদ্ধদ্বার বৈঠক করা হয়।

Leave a Reply