আগরপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে আনন্দ সীমাহীন
দীপঙ্কর সমাদ্দার: ২৬ শে জানুয়ারি দিনটিকে কেন্দ্র করে আগরপাড়ায় “গাঙ্গুলি পাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির” পরিচালনায় অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।।সর্বপ্রথম দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এবং তারপর সারাদিনব্যাপী বিশাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দেশের প্রতি ।তারপরে সমিতির পতাকা উত্তোলন করা হয় ।।এই অনুষ্ঠানে দিনের শুরু থেকেই পাড়ার সমস্ত মানুষেরা সারাদিনব্যাপী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলেছেন। সমিতির সম্পাদক সিদ্ধার্থ রায়চৌধুরী জানালেন প্রতি বছরই এই বার্ষিক প্রতিযোগিতায় পাড়ার সমস্ত শিশু থেকে বয়স্ক বয়স্করা অংশগ্রহণ করে , শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাই নয়,পাড়ার যে কোন অনুষ্ঠানে আপামরী সমস্ত মানুষ সমস্ত বিষয়ে দারুন উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে এটাই গাঙ্গুলী পাড়ার ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির বিশেষত্ব। দিনের শুরু থেকেই পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রাবন্তী রায় সারাদিনব্যাপী সমস্ত অনুষ্ঠানটিতে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছেন এবং অনুষ্ঠানের শেষে বক্তব্য রেখে মানুষকে উৎসাহিত করেছেন। তিনি জানিয়েছেন পাড়ার সমস্ত অধিবাসীবৃন্দদের আপনাদের এই উপস্থিতি সবার কাছে ভালো লাগার বিষয়। সারাদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতা যেমন দৌড়, বিস্কুট দৌড়, মুরগি লড়াই ,বাস্কেটবল, হাড়িভাঙ্গা, মিউজিকাল চেয়ার, পাসিং দা পিলো, গোল পোস্টে একসাথে ফুটবল এ গোল সহ সমস্ত খেলাতেই সকলের উৎসাহ দেখার মত ছিল । ৬০ বছর বয়সের অধিক মহিলাদের জন্য পাসিং দা পিলো খেলাটি ভীষণই আনন্দদায়ক।। সমস্ত বয়সের মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলাটি বেশ অনেকক্ষণ ধরেই চলেছিল সুন্দর মিউজিকের সাথে। সর্বশেষে যেমন খুশি তেমন সাজোতে পাড়ার বাচ্চারা বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতে সেজে এসেছিল এই প্রতিযোগিতা সব থেকে মজার ছিল।। বিভিন্ন খেলার পরিচালক রানার রায় চৌধুরী ও প্রদ্যুৎ গাঙ্গুলী জানালেন প্রতিটি খেলায় মানুষ যেভাবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন তা অভিনন্দন যোগ্য। অনুষ্ঠানের সব শেষে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান এই পুরস্কার গুলো প্রদান করলেন স্বপন গাঙ্গুলী, যোগেন্দ্র নাথ পান্ডে, সুশান্ত উকিল, আশিস রায়চৌধুরী, সুশান্ত কর্মকার, বুবাই গাঙ্গুলী, প্রদ্যুৎ গাঙ্গুলি সহ পাড়ার সম্মানীয় বয়স্ক ব্যক্তিরা এবং উপস্থিত অতিথিরা। পৌর মাতা সহ এই দিন এই অনুষ্ঠানে মাননীয় অতিথিদের সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়, ও সম্মান জ্ঞাপন করা হয়।। শূন্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।। প্রতিযোগিতায় সফল ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় করোতালীতে ভরে ওঠে সমগ্র অনুষ্ঠান অঞ্চল।।সমগ্র অনুষ্ঠানটি রাত্রি নটায় শেষ হয়।।