খায়রুল আনাম,

বীরভূম : বোলপুর মহকুমা প্রশাসন ও বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বোলপুর মহকুমা প্রশাসন ভবনের সভাকক্ষে বেলা ১২ টা ১৫ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন অনুষ্ঠানের সূচনা হলো মঙ্গল শঙ্খধ্বনির মধ্য দিয়ে। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন ও অন্যান্যরা। স্বাধীনতা আন্দোলনকালে নেতাজী সুভাষ চন্দ্র বসু এসেছেন বোলপুর-শান্তিনিকেতেতনে। গুরুদেব রবীন্দ্রনাথ সুভাষকে বরণ করেছিলেন শান্তিনিকেতনের উত্তরায়ণে এবং সম্বর্ধিত করেছিলেন আম্রকুঞ্জে। জওহরলাল নেহরুর সাথে এখানেই সাক্ষাৎ হয় সুভাষের। নেতাজী সুভাষ চন্দ্র বসু চলে গিয়েছিলেন শান্তিনিকেতনের পাশেই আমার কুটিরে। এখানে তিনি মিলিত হন বিপ্লবী পান্নালাল দাশগুপ্তের সঙ্গে। বোলপুর হিন্দি প্রচার সমিতির বারান্দায় বসে চিরকুটে লেখেন- আমি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে স্তালিনের হাতিয়ার হতে দেব না। এই অমর বিপ্লবীকেই আজ স্মরণ করছে বোলপুর।

Leave a Reply