নেতাজির জন্মদিনে ছুটি, অসম সরকারকে কুর্নিশ জয়দীপের

কলকাতা: আগামী ২৩ জানুয়ারি

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে অসম সরকার। এ-জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি অসমে নেতাজিকে নিয়ে জয়দীপের লেখা একটি বই উদ্বোধন হয়। গুয়াহাটি প্রেস ক্লাবে দেশনায়কের জন্মদিনে অসমে সরকারি ভাবে ছুটি ঘোষণার দাবি করেছিলেন জয়দীপ। তিনি বলেন, ‘দেশের তিনটি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে নেতাজির জন্মদিনে সরকারি ভাবে ছুটি থাকে। এবার ওই তালিকায় যুক্ত হল অসমের নাম। আমি সম্প্রতি নেতাজির অন্তর্ধান নিয়ে আমার লেখা চেকার শেষ উত্তর বইটি গুয়াহাটি প্রেস ক্লাবে উদ্ধোধন করি। ওই সময় সাংবাদিক সম্মেলনে আমি অসম সরকারের কাছে অনুরোধ করি, নেতাজির জন্মদিনে যেন অসমে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। আমার এই অনুরোধের মান্যতা দিয়েছেন বলে আমি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। আমি গুয়াহাটিতে গিয়ে দেখেছি, দেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজির সর্ম্পকে অসমবাসীর অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। সেই শ্রদ্ধাকেই

এবার উপযুক্ত সম্মান জানাল অসম

সরকার।’

Leave a Reply