শূন্যপদ পূরণ এবং কৃষি ও শ্রমনিবিড় শিল্পের দাবি
খায়রুল আনাম,
, বোলপুর, ২০ জানুয়ারি– এমন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে দেশ চলছে যখন, মানুষের কর্মসংস্থানের অধিকারের চেয়ে অধিক মাত্রায় প্রাধান্য পাচ্ছে ধর্মীয় উন্মাদনা। কৃষিভিত্তিক ও শ্রমনিবিড় শিল্পের চাহিদা থাকলেও সেই চাহিদা পূরণ হচ্ছে না। আইন অনুযায়ী একশো দিনের কাজও যেমন পাওয়া যাচ্ছে না তেমনি, কাজের বকেয়াও পরিশোধ করা হচ্ছে না। এই ভাবনাকে সামনে রেখেই শনিবার ২০ জানুয়ারি বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে শুরু হলো রেভোল্যুশনারি ইউথ ফ্রন্ট বা আর ওয়াই এফ-এর দু’দিনের ১৫ তম রাজ্য সম্মেলন। সম্মেলন শুরুর আগে এদিন আদিবাসী রমণীদের নৃত্য-সহযোগে সংগঠনের একটি বর্ণাঢ্য মিছিল বোলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে সম্মেলনস্থলে সংগঠনের পতাকা উদ্ধোধন করে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক আদিত্য জোতদার, সব্যসাচী ভট্টাচার্য, আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়, মনোজ ভট্টাচার্য, মনিরুল হক বুলবুল প্রমুখ। এই সম্মেলন থেকে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার দাবিও জানানো হয়।
ছবি : সম্মেলন উদ্বোধন।