মৃত্যুঞ্জয় রায়,
প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বালি মারুতী ব্যায়াম বিদ্যালয়ের উদ্যোগে ৫ মাইল ভ্রমন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ১৪ই জানুয়ারি বালী বাদামতলায়। এবছর এই প্রতিযোগিতায় ১০৭ জন অংশগ্রহণ করেছিল যার মধ্যে ছিল ৭৭জন পুরুষ এবং মহিলা ছিল ৩০জন।। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুব সমাজ কে সংঘটিত করে শরীর চর্চায় সাবলীল রাখার শপথ নিয়ে বালীর গুনি ব্যক্তিত্ব বিজয় কৃষ্ণ রায় ১৯৪৩ সালে এই হাঁটা প্রতিযোগিতা শুরু করেন। দীর্ঘ ৮১ বছর ধরে তার উত্তর সূরিরা এই প্রয়াস অব্যাহত রেখেছেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, বারীন কুমার, অঞ্জন মিত্র, মলয় চ্যাটার্জি, অমল কুমার, শুভ কুমার, কমলাকান্ত গোস্বামী, অরিজৎ মজুমদার, সঞ্জয় রায়, অজয় রায়, হিমাদ্রী ঘোষ, রাজশ্রী চ্যাটার্জি সহ প্রতিষ্ঠাতা বিজয় রায়ের সমস্ত পরিবার বর্গ।