শীতবস্ত্র প্রদান ও সংবর্ধনা
সেখ রাজু,
প্রচন্ড শীত থেকে গ্রামের দুঃস্থ ও সাধারন মানুষরা যাতে পরিত্রাণ পায় সেই লক্ষ্যে বস্ত্রদানের অনুষ্ঠান করা হয় মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের কুরুম্বা গ্রামে । এই অনুষ্ঠান থেকে যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফ্রি ফ্লোর এক্সারসাইজ বিভাগে শ্রেষ্ঠ স্থানাধিকারী শিউলি দাসকে সংবর্ধনা দিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় । ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে প্রায় ২০০ জন সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী । বিধায়ক ছাড়াও ব্লক সভাপতি রামকেশব ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্ত্বনা গোস্বামী, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মাসুদুল রহমান, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সহ প্রমুখরা উপস্থিত ছিলেন ।
বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন শুধুমাত্র শীতবস্ত্র বিতরণ নয় এদিন কুরম্বা গ্রামের শিউলি দাসকে সংবর্ধনা দেওয়ার জন্যও আমি উপস্থিত হয়েছি । খুব গর্ব লাগছে সদর থেকে বহু দূরে এই গ্রাম অবস্থিত । এখান থেকে রাজ্যস্তরে যোগাসনে শিউলির এই প্রাধান্য সত্যি আমাদেরকে গর্বিত করে । আমি শুধু এসেছি বস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য । যাবতীয় সব কাজ করেছে এখানকার তৃণমূল কংগ্রেস প্রেমীরা । সকলকেই আমি সাধুবাদ জানাই ।