মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল, জয়দেব মেলা অস্থায়ী আশ্রম কমিটির।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আগামী কাল অর্থাৎ রবিবার প্রশাসনিক ভাবে উদ্বোধন হবে বীরভূম জেলার জয়দেব মেলা।রবিবার রাত পোহালেই মকর সংক্রন্তি।সেই উপলক্ষে জয়দেবের অজয় নদীতে পূন্য স্নান, জয়দেব- পদ্মাবতী মন্দিরে পূজা এবং মেলা ঘিরে লক্ষাধিক জনসমাগম ঘটে।তার আগে সেজে উঠেছে জয়দেব কেন্দুলির স্থায়ী-অস্থায়ী আশ্রম সহ বিভিন্ন দোকানের সম্ভার। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন পূন্যার্থীরা। এদিন শনিবার সন্ধ্যায় অস্থায়ী আশ্রম কমিটির তরফে মোমবাতি জ্বালিয়ে মিছিলের মাধ্যমে জয়দেব পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হয়।অস্থায়ী আশ্রম কমিটির অভিযোগ যে,অন্যান্য বছরগুলিতে জেলা প্রশাসন আশ্রম কমিটির সাথে সমন্বয় রেখে তথা আলাপ- আলোচনার মাধ্যমে মেলা পরিচালনা করা হয়েছে।প্রশাসনের আমন্ত্রণ পত্রে মেলা কমিটির সাথে আশ্রম কমিটির সভাপতির নাম উল্লেখ থাকতো।কিন্তু এবছর রহস্যজনকভাবে আশ্রম কমিটির নাম আমন্ত্রণ পত্রে দেখা যায়নি।তাছাড়াও নদীর তীরে অস্থায়ী আশ্রমগুলিকে বসানোর ক্ষেত্রে কোনোরকম স্কেচম্যাপ আশ্রম কমিটিকে দেওয়া হয়নি, যার ফলে তাদেরকে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনের এরূপ অসহযোগিতার কারনেই আজকের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বলে আশ্রম কমিটির তরফে জানানো হয়।মিছিলের পুরোভাগে ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, আশ্রম পরিচালন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আপু লায়েক,পরিচালন কমিটির সদস্যা চুমকি মুখার্জী সহ অন্যান্য আশ্রমের সদস্য সদস্যরা।

Leave a Reply