ম্যারাথন দৌড় সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যুব উৎসব পালিত রাজনগরে, উপস্থিত সাংসদ শতাব্দী রায় –
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুব উৎসব পালিত হল রাজনগর ব্লকের চন্দ্রপুরে । রাজনগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবছরের মতো এবারেও ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিনটিকে যুব উৎসব হিসাবে পালন করা হলো । এই উপলক্ষে রাজনগর ব্লকের লাউজোড় গ্রাম থেকে চন্দ্রপুর পর্যন্ত একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপরই চন্দ্রপুর বাজার এলাকা জুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং চন্দ্রপুর কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেইসাথে সদ্য প্রয়াত তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জির প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন। নাচ, গান, কবিতা আবৃতি, বসে আঁকো প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, রক্তদান শিবির প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বীরভূম লোকসভা কেন্দ্রের
সাংসদ শতাব্দী রায় বলেন স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারাকে সম্বল করে আমরা যাতে এগিয়ে চলতে পারি, সেই শপথ আমরা করছি। পাশাপাশি তিনি বলেন তৃণমূল কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। যুব উৎসবে শিশুদের অংশ নিতে দেখে সাংসদ শতাব্দী রায় বলেন এই মোবাইল কম্পিউটারের যুগেও এদেরকে একত্রিত করে এখানে এনে উৎসাহিত করতে পেরেছেন উদ্যোক্তারা, এটাই অনেক বড় কথা। রাজনগর
ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান স্বাড়ম্বরে এই যুব উৎসব এবারে পালন করা হলেও সহকর্মী বিদ্যুৎ ব্যানার্জিকে হারানোয় কোথাও যেন একটু শূন্যতা থেকে গেছে।