স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট- এর বিবেক জয়ন্তী পালন
সেখ সামসুদ্দিন, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট- এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মেমারি স্টেশনে থাকা ভবঘুরেদের ও স্থানীয় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী সামসুল আলম ও বিপুল দাস, সংস্থার সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ, সম্পাদক বিকাশ বিশ্বাস সহ মেম্বারগণ। সংস্থার সদস্য অজিত কুমার সিংহ জানান তারা সারা বছরই নানান সেবা কাজে নিয়োজিত থাকেন। দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের ফ্রী কোচিং, ভোকেশনাল ট্রেনিং, মহিলাদের কারিগরি শিক্ষা, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, যোগা প্রশিক্ষণ ইত্যাদি পরিষেবা দিয়ে চলেছেন।