পরিশ্রম সাপেক্ষে ২০২৪ সালে যে কোনো রাশির জাতক জাতিকাদেরই ভাগ্যোদয় হতে পারে : ডঃ নীলাদ্রি নারায়ণ বসু
মৃত্যুঞ্জয় রায়,
– “শনি গ্রহ নতুন ইংরেজি বর্ষ ২০২৪-এর অধীপতি হওয়ার কারণে পরিশ্রম করলে যে কোনো রাশির জাতক জাতিকাই লাভবান হবেন, তাঁদের সফলতা মিলবে,” জানিয়েছেন ‘বঙ্গ গৌরব সম্মান ২০২১’ এবং ‘ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার ২০২২’ সম্মানে ভূষিত বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু।
বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু আরো জানিয়েছেন, “পরিশ্রম ছাড়া ভাগ্য ফেরে না। তাই ভাগ্যকে নিজের অনুকূলে আনতে গেলে পরিশ্রমের ভূমিকা অনস্বীকার্য। তবে অনেক সময় হাজার পরিশ্রম করলেও অনেক ভাগ্য ফেরাতে অসফল হন, কিন্তু এই বছরের অধিপতি শনি হওয়ার কারণে যেকোনো রাশির জাতক জাতিকাই স্বল্প পরিশ্রমে জীবনে সফল হতে পারবেন।”