বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হয় মেমারি বানেশ্বরী খেলার মাঠে। আটটি দল অংশগ্রহণ করে। আটটি দল হল রয়েল বেঙ্গল একাদশ, সোনার কেল্লা একাদশ, এ ওয়ান জুয়েলার্স একাদশ, বঙ্গলক্ষ্মী একাদশ, বেঙ্গল টাইগার একাদশ, এস জে আর একাদশ, শিল্পী জুয়েলার্স একাদশ ও মেমারি সোনাপট্টি একাদশ। চূড়ান্ত খেলায় পরস্পর প্রতিযোগিতা করে শিল্পী জুয়েলার্স একাদশ ও মেমারি সোনাপট্টি একাদশ। চ্যাম্পিয়ন হয় শিল্পী জুয়েলার্স একাদশ। এদিনের প্রতিযোগিতায় পাঁচ ওভার করে খেলা হয়। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাপন শেখ ও সেরা বোলার নির্বাচিত হয় আকিব শেখ। চ্যাম্পিয়ন টিমকে নগদ ২০০০ টাকা ও চ্যাম্পিয়ন কাপ দেয়া হয় ও রানার টিমকে নগদ এক হাজার টাকা ও রানার্স কাপ দেয়া হয়। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি বৃন্দাবন পাল জানান প্রতিবছরই এই ক্রিকেট প্রতিযোগিতা করা হয় এবং এখানে স্বর্ণশিল্পী তথা কারিগর ও দোকান মালিকদের মধ্য থেকেই এই টিম গঠন করা হয়।

Leave a Reply