খাতড়া মহকুমা পুলিশ একাদশ বনাম খাতড়া মহকুমা সাংবাদিক একাদশ এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ।

শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া:—–আজ সোমবার খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি এর উদ্যোগে বনতিল্লা সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ। দশ ওভার করে খেলা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় খাতড়া মহকুমা পুলিশ একাদশ তারা ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৫২ রান তোলে তার জবাবে খাতড়া মহকুমা সাংবাদিক একাদশ দশ ওভারের শেষে নয় উইকেট হারিয়ে ৫৮ রান তোলে পরাজিত হয়। খেলা শেষে আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পর্কে খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি বলেন খেলায় হার জিত থাকবেই সেটা বড় কথা নয় একসাথে মিলেমিশে আনন্দ সহকারে একদিন খেলা হল এবং কোনরকম কোন খেলোয়াড় আহত না হয়ে ম্যাচটি সম্পূর্ণ হল এটাই আমাদের কাছে বড় কথা। বছরে একটা দিন একসাথে কাটালাম ।সারা বছর আমরা যেমন ব্যস্ত থাকি তেমনি সাংবাদিকরা ও সংবাদ সংগ্রহে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তার মধ্যে থেকেও আজকের দিনটি একটু অন্যরকম ভাবে সকলে মিলে কাটানো গেল। আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হল বারিকুল থানার মন্ডলীয়া পুলিশ ফাঁড়ির আইসি, প্রসেনজিৎ বড়াই এবং বেস্ট বোলার হিসেবে স্বীকৃতি লাভ করেন সাংবাদিক একাদশের ক্যাপ্টেন সঞ্জয় ঘটক। তাদের হাতে স্মারক তুলে দেন তালডাংরা থানার আইসি দেবাশীষ বোস ও মহকুমা প্রেস ক্লাবের সহ-সভাপতি কার্তিক ঘোষ ।শেষে জয়ী ও বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। জয়ী দলের অধিনায়ক তথা খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রির হাতে জয়ের ট্রফি তুলে দেন খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি সাধন মন্ডল ও সম্পাদক সুশীল মহালি। অন্যদিকে বিজয়ী দলের অধিনায়ক সঞ্জয় ঘটকের হাতে ট্রফি তুলে দেন খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি ।ম্যাচ শেষে উ ভয় দলেই ট্রফি হাতে ছবি তোলেন যা আগামী দিনে স্মৃতি হিসেবে থাকবে। আজকের ক্রিকেট ম্যাচের ধারা বিবরণী দেন বর্ষিয়ান সাংবাদিক কার্তিক ঘোষ ও সাধন মন্ডল।

Leave a Reply