সেখ মিলন( ভাতাড়, পূর্ব বর্ধমান)
কড়া পুলিশি নিরাপত্তায় ভাতাড় দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠান,যা নিয়ে চরম অসন্তুষ্ট ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। জানা গেছে ,পূর্ব বর্ধমানের ভাতার দাসরথি হাজরা মেমোরিয়াল কলেজে প্রতি বছরে ন্যায় এ বছরও সোমবার বাৎসরিক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন কয়েক আগে বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতি সভায় দুই ছাত্র ইউনিটের মধ্যে অশান্তি বাঁধে। বাৎসরিক অনুষ্ঠানের দিন যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তৎপর রয়েছে ভাতাড় থানার পুলিশ। এদিন অনুষ্ঠান শুরুর আগেই কলেজে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যা নিয়ে চরম অসন্তুষ্ট ভাতাড়ের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। বিধায়ক বলেন, অনুষ্ঠানের প্রস্তুতি সভায় যে ঘটনা ঘটেছিল তা মোটেই কাম্য নয়। কলেজের ছেলেরা নিজেরা আলোচনা করে অনুষ্ঠান করবে এখানে পুলিশ কেন আসবে ? পুলিশের উপস্থিতি নিয়ে ক্ষোভ বিধায়কের। সকলে মিলে সুষ্ঠুভাবে কলেজে অনুষ্ঠান চালানোর বার্তা দেন বিধায়ক।
জানা গেছে, ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোমবার ভাতাড় দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন, অতিথিদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় পর্বে খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতাড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ, বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা, কলেজ অধ্যক্ষ এনামুর রহমান, শিক্ষকবৃন্দ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং ভাতাড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার মইদুল হক সহ অন্যান্য সদস্যরা।
