Spread the love

আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার 

মোল্লা জসিমউদ্দিন

সোমবার ‘আদালত অবমাননা’ মামলায় কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা । এদিন কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে ।এ বিষয়ে  হলফনামা দিয়ে  নিজের বক্তব্য আদালত কে জানান কমিশনার । সেই সঙ্গে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি।গত বছর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের পর যখন বিভিন্ন  মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিজেপির পাশাপাশি প্রদেশ কংগ্রেসের তরফে সেইসব মামলা গুলি ঘটে।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল। ভোট মিটে যাওয়ার ৬ মাস পর এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা।সোমবার কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা। সেখানেই ক্ষমা চাওয়ার কথা রয়েছে। যদিও রাজীব সিনহা ওই হলফনামায় আরও দাবি করেছেন, -‘আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল’।ভোটের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হয়েছিলেন। শুভেন্দুর  অভিযোগ, -‘কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সঠিকভাবে হয়নি পঞ্চায়েত ভোটে’। আদালতের নির্দেশ থাকার পরও কেন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী । আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীব সিনহার বিরুদ্ধে।সোমবার হলফনামা জমা পড়ার পর আইনজীবীকে প্রধান বিচারপতি  বলেন, “আদালতের সব নির্দেশ মেনেছি, কিছু ভুল হয়নি, যা হয়েছে তা অনিচ্ছাকৃত… আদালত অবমাননা হয়নি। এই সব লিখেছেন তো?”  এর প্রতুত্তরে রাজ্য নির্বাচন কমিশনারের আইনজীবী  জানিয়েছেন, -‘ কোনও ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে’। সেটাও আদালত দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। দাখিল হলফনামায় রাজীব সিনহা জানিয়েছেন , -‘ আদালতের সব নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া হয়েছে’। তারপরও যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *