নক আউট ক্রিকেট টুর্নামেন্ট খয়রাশোলের ভীমগড়ে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মোবাইলের প্রতি আশক্তি কমাতে এবং খেলার মাঠে এসে শরীরচর্চা বৃদ্ধি করা।খেলাধুলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,মনমানসিকতা স্থির থাকে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই লক্ষ্যে গত ডিসেম্বর মাসের ১৬ তারিখ ৯ টি দলকে নিয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া অঞ্চল লাভার্স ক্রিকেট এ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয় নকআউট ক্রিকেট টু্র্ণামেন্ট। চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় রবিবার ভীমগড় তাপস স্মৃতি হাই স্কুল মাঠে। এদিন খেলায় বেলেডাঙ্গাল ক্রিকেট দল বনাম ইসগড়া ক্রিকেট দল মুখোমুখি হয়, সেক্ষেত্রে বেলেডাঙ্গাল ক্রিকেট দল ইসগড়া দলকে হারিয়ে বিজয়ীর শিরোপা অর্জন করে।বিজয়ী ক্রিকেট দলকে পাঁচ হাজার টাকা ও বাহুবলী ট্রফি এবং বিজিত দলকে তিন হাজার টাকা ও বাহুবলী ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দি সিরিজ, ম্যান অফ দি ম্যাচ,বেষ্ট প্লেয়ার সহ এদিন খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়ারদেরও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,সিআরপিএফ এর জি/ ১৬৭ ব্যাটেলিয়ন কমান্ডার তাপস রায়, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার গায়েন,শরাফত খান, লাভার্স এ্যাসোসিয়েশনের সদস্যরা সহ ক্রীড়াপ্রেমী দর্শকগণ।

Leave a Reply