উদ্বোধন হলো নক আউট ফুটবল প্রতিযোগিতা
বনি সিংহ : হাওড়া দাসনগর কাশিপুর যুব গোষ্ঠীর পরিচালনায় স্বর্গীয় সুনীতি বালা দে ও স্বর্গীয় সবিতা বন্দ্যোপাধ্যায় এর স্মৃতির উদ্দেশ্যে আমন্ত্রণ মূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো ৭ই জানুয়ারি (২০২৪) কাশিপুর যুব গোষ্ঠীর সংঘ ময়দানে। এবছর ৩৬তম বর্ষে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার শ্যাম থাপা, ক্রীড়াবিদ সোমা বিশ্বাস, মোহনবাগান ক্লাব সচিব স্বপন ব্যানার্জি (বাবুনদা), মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ২৮ শে জানুয়ারী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রঞ্জিত সাহা।