রাজডাঙ্গা বিদ্যাপীঠে সাংস্কৃতিক অনুষ্ঠান
২রা জানুয়ারি : এই দিনটি আমরা সকলে মিলে সাধ্যমতো উদযাপন করার চেষ্টা করেছি। সকল কে শুভেচ্ছা জানিয়ে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সকল ছাত্রছাত্রী দের শুভেচ্ছা পত্র ও শ্রেনী উত্তীর্ণ certificate প্রদান করা হয় । প্রতিটি শ্রেনীতে সরকার কর্তৃক পুস্তক প্রদান করা হয়।
৩রা জানুয়ারি : ছাত্র ছাত্রীদের নিয়ে পঠন মেলা, গল্প বলা ও টি.এল.এম. প্রর্দশন করা হয় । এবং পি.টি.এম. অনুষ্ঠিত হয়।
৪ ঠা জানুয়ারি: ” বিদ্যালয়ে সবুজায়ন” এই বিষয়ের উপর লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর ছাত্র ছাত্রীদের সহযোগিতায় পোস্টার তৈরি, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন উদযাপন করা হয়।
৫ই জানুয়ারি: শিশু সংসদ গঠন করা হয়। এরপর ছাত্রছাত্রী, অভিভাবক – অভিভাভিকা ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এক চিত্তাকর্ষক আনন্দময় খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়। ১৭ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদারের উপস্থিতি অনুষ্ঠানটির উৎকর্ষের মান আরও বাড়িয়ে দেয়। সর্বশেষে স্বাস্থ্যবিধান গান ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।