Spread the love

জমজমাট মুকুটমনিপুর মেলা ।গান গেয়ে মঞ্চ মাতালেন মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়।।

শুভদীপ ঋজুমন্ডল, বাঁকুড়া:——–বিষ্ণুপুর মেলার পর এবার বাঁকুড়ার রানী মুকুটমনিপুর জলাধার সংলগ্ন ফুটবল মাঠে মুকুটমনিপুর মেলার শেষ দিনে মঞ্চ মাতালেন মহকুমা স্তরের আধিকারিক বৃন্দ। আজ শনিবার মুকুটমণিপুর মেলার তৃতীয় অর্থাৎ শেষ দিন সকাল থেকেই নানান সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিকেলে ইচ্ছেডানা সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে মেলার মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করেন সুচেতা মন্ডল, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট রা ।পুরো মাঠ জুড়ে মেলায় আগত সংস্কৃতিপ্রেমী মানুষজন ও ছুটির দিনে মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকরা। উপস্থিত দর্শকরা করতালিতে ভরিয়ে দেন মাঠের কলতান। খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় একটি বাংলা ও একটি হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেন।দর্শকদের পক্ষ থেকে আরো গান গাইবার অনুরোধ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর গান গাইতে পারছেন না বলে উপস্থিত দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। মেলায় আগত পর্যটকরা যেভাবে অনুষ্ঠান উপভোগ করলেন তাতে বলার কোন অপেক্ষা রাখে না। সারেঙ্গা কুলডিহা গ্রাম থেকে বেড়াতে এসেছিলেন প্রিয়াঙ্কা মল্লিক, সুপ্রিয়া মন্ডল, জয়দেব মন্ডল তারা বলেন মুকুটমণিপুরে এসে বোটিং করলাম ঘুরলাম সবশেষে মহকুমা শাসকের গান শুনে মনে হলো আমাদের বেড়াতে আসা সার্থক হলো ।হুগলি থেকে এসেছেন মল্লিকা গোপ ,প্রণবেশ জানা ,বর্ধমান থেকে দোলন মন্ডল ঝন্টু মন্ডল রা বলেন এবারে বেড়াতে এসে উপরি পাওনা মুকুটমণিপুর মেলা সেখানে মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি ও মহাকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের গান বাড়তি পাওনা এটাই আমাদের উপরি লাভ। খুব ভালো লাগলো বুঝলাম যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *