দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বরাত ফিরবে বামেদের?’, ৭ জানুয়ারি, ২০২৪, রবিবার, রাত ১০ টায়
কলকাতা, ৭ জানুয়ারি: ৭ জানুয়ারি ২০২৪। শেষ পাঁচ বছরে বামেদের তিন নম্বর ব্রিগেড সমাবেশ। গতবার কংগ্রেস, আই এস এফ-এর সঙ্গে এক জোটে ব্রিগেড হলেও এবার একা জমায়েতের পালা। সিপিএমের যুব সংগঠনের ডাকে এবারে ব্রিগেডের সমাবেশ। বারবার ব্রিগেডের ময়দান ভরেছে সিপিএম আর বামেদের ডাকে। গোটা কলকাতা শহরের রাজপথ ঢেকেছে লাল পতাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এই শহরের আকাশ বাতাস। কিন্তু উনিশের লোকসভাই হোক আর একুশের বিধানসভা বামেদের বরাতে জুটেছে গোল্লা। যে বামেরা ২০০৪ সালে লোকসভা ভোটে শুধু এই রাজ্য থেকেই পেয়েছিল ৩৫ টা আসন আজ তাদের ভাঁড়ার শূন্য। কোনও প্রতিনিধিত্ব নেই বিধানসভায়। ২০১১ পরবর্তী সময় থেকেই জারি ক্রমাগত রক্তক্ষরণ। বারবার ঘুরে দাঁড়াতে গিয়েও ব্যর্থ বামেরা। মিটিং -মিছিলের জমায়েতে আর সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে বামেরা আছে কিন্তু নেই ভোটবাক্সে, নেই জনতার রায়ে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন মীনাক্ষীকে প্রজেক্ট করে কি ভোট ভাগ্য ফিরবে বামেদের নাকি ইন্ডিয়া জোটের জটে আবার মুখ থুবড়ে পড়বে ঘুরে দাঁড়ানোর লড়াই! আজও পিছু ছাড়েনি ৩৪ -এর ভূত! আজও রাজ্যের আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়ায় সিঙ্গুর- নন্দীগ্রাম- নেতাই- সুচপুর নামগুলো। ঘুরে বেড়ায় ‘ঐতিহাসিক ভুল’-এর তত্ত্ব। মতাদর্শ আগে নাকি সংসদীয় রাজনীতিতে টিকে থাকা আগে এ প্রশ্নেও আজ রয়েছে ধোঁয়াশা! কিন্তু এই ঘুরে দাঁড়ানোর ব্রিগেডকে সামনে রেখেই জেলায়, জেলায় আর কলকাতার রাজপথে TV9 বাংলা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। এই ব্রিগেড বাংলার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ, তার উত্তরই খোঁজা হয়েছে TV9 বাংলার নতুন নিউজ সিরিজে। দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ ‘বরাত ফিরবে বামেদের?’, ৭ জানুয়ারি, ২০২৪, রবিবার, রাত ১০ টায়।