ত্রিধারার নিবেদন শ্যামা নৃত্যনাট্যের সফল মঞ্চায়ন দেবলীনা কুমার ও দ্রাবিন চট্টোপাধ্যায়ের

শ্রীজিৎ চট্টরাজ: কলকাতার দুর্গাপুজোর তালিকায় ত্রিধারা প্রথম তালিকায়। পুজো ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও অবদান আছে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বিড়লা সভা গৃহে ত্রিধারা নিবেদন করল রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য। নাম ভূমিকায় দেবলীনা কুমার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, দিল্লি বোর্ডের পরীক্ষায় মনোবিদ্যা বিভাগে তৃতীয় দেবলীনার ছোট থেকেই নাচ ছিল লক্ষ্য। গভীর অনুশীলনে মণিপুরী নৃত্যে তাঁর ব্যাপ্তি দিয়েছে অসংখ্য ছাত্রছাত্রী। অন্যদিকে দ্রাবিন চট্টোপাধ্যায়ের শিবের নটরাজ মূর্তি আকর্ষণ করেছোট থেকেই। সৃষ্টি স্থিতি ও প্রলয়ের প্রতীক এই মূর্তিতেই জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া। প্রখ্যাত নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাটের প্রিয় ছাত্র নিজেই এখন অসংখ্য ছাত্রছাত্রীর শিক্ষক। নতুন প্রজন্মের শিল্পী হিসেবে দেশে বিদেশে দ্রাবিন খ্যাতি কুড়িয়েছেন প্রচুর। এদিনের শ্যামা নৃত্যনাট্যে দেবলীনার কিশোর বয়সের প্রেমিক উত্তিয় চরিত্রে অভিনয় করেন। রবীন্দ্রনাথের এই নৃত্যনাট্য গড়ে উঠেছে বৌদ্ধ সাহিত্যের ভিত্তিতে। দুটি চরিত্রে অভিনয়ে ও নৃত্যের রসায়ন নির্মাণ হয়েছে বহুদিনের বন্ধুত্বের নিরিখে। আজও প্রেমের সার্থক অনুরণন জাগে উত্তিয়র গানেই। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানিনে। শুধু তোমারে জানি ওগো সুন্দরী,,,,, ছবি রাজেন বিশ্বাস

Leave a Reply