সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
স্কুল পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধক্ষ শান্তনু কোনার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতাড় গার্লস স্কুলে মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের পরিবেশ পরিকাঠামো খতিয়ে দেখলেন শিক্ষা কর্মাধ্যক্ষ। সঙ্গে ছিলেন ভাতাড়ের বিডিও দেবজিৎ দত্ত ও ভাতাড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম। স্কুলের শৌচাগার, শ্রেণিকক্ষ ও মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন । পাশাপাশি ড্রামে মজুত থাকা মিড ডে মিলের চালের গুণগত মান নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। এদিন স্কুলের পরিছন্নতা ও শিক্ষার ব্যবস্থার প্রশংসা করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের দাবির বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার।