খায়রুল আনাম,
বীরভূম : রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পাইকরের পঞ্চহড় গ্রামের ছোটন খানের কাপড়ের দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার কাপড় ও অন্যান্য সামগ্রী। স্থানীয় মানুষজন আগুন দেখে বালতি করে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে ব্যর্থ হন।
পরে পাম্প লাগিয়ে জল দিয়ে আগুন নেভানো হয়। দোকান মালিক ছোটন খান অগ্নিকাণ্ডের তদন্ত দাবি করেছেন।