Spread the love

৬৩ তম কাউন্সিল সভা উপলক্ষে প্রকাশ্য জনসভা, সিআইটিইউ শ্রমিক সংগঠনের

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল। ২০২২ বিদ্যুৎ আইন এবং প্রিপেড স্মার্ট মিটার বাতিল। রেল, ব্যাংক, বীমা, বিদ্যুৎ, বিএসএনএল সহ রাষ্টায়াত্ত্ব ক্ষেত্র বেসরকারীকরণ করা চলবে না। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। বকেয়া মজুরি দাও। ১০০ দিনের কাজ চালু করা। দুর্নীতি ও লুট বন্ধ করা। দেওচা-পাঁচামিতে আদিবাসী, সংখ্যালঘু ও গরিব মানুষকে উচ্ছেদ করে অলাভজনক কয়লা খনি করা যাবে না।এই দাবিগুলো সহ মানুষের জীবন জীবিকার স্বার্থে সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ২৩ ও ২৪ শে ডিসেম্বর বীরভূমের সদর শহর সিউড়িতে ৬৩ তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শেষ দিন অর্থাৎ রবিবার ২৪শে ডিসেম্বর প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ এর কেন্দ্রীয় নেতৃত্বও সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অনাদি কুমার সাহু, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, সংগঠনের বীরভূম জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী ও সভাপতি মহম্মদ কামালউদ্দীন প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *