সমন্বয় ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান রাইপুরে :
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:— 23 শে ডিসেম্বর সমন্বয় ট্রাস্ট নামে জঙ্গলমহলের এক স্বেচ্ছাসেবী সংস্থার বার্ষিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান 2023 সাড়ম্বরে উদযাপিত হলো গড় রাইপুর হাইস্কুলে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দে, রাইপুর ব্লকের BDO হীরক বিস্বাস,বিশিষ্ট সমাজসেবী ও জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা ও সাধন মন্ডল,রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল,সমন্বয় ট্রাস্টের প্রধান হেমন্ত করণ, বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক প্রশান্ত ষন্নিগ্রহী, রায়পুর মদন গোপাল জিও ইসকন মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ প্রভু, রায়পুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল বিশিষ্ট শিক্ষক পতিত পাবন নাগ, অপূর্ব রবি মন্ডল, চন্দন ঘোষ সহ রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের 50 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মী।সকলকে সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহ অঙ্কন ,নৃত্য ও সংগীত প্রতিযোগিতা।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে পুরষ্কৃত করা হয়।
All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী তাপস দে রাইপুর ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমন্বয় ট্রাস্টকে সমাজের বিভিন্ন স্তরে তাদের বিস্তৃত উন্নয়ন মূলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন ।সমন্বয় ট্রাস্টের কর্ণধার হেমন্ত করন সমাজের সকল প্রকার মানুষকে সমন্বয় ট্রাস্টের এগিয়ে চলার পথে সঙ্গী হওয়ার জন্য আহ্বান জানান। সমন্বয় ট্রাস্টের শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা আজকের অনুষ্ঠানের সভাপতি রাজকুমার সিংহ।