পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি

কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের আমলালা গ্রামের সাতাই বুড়ি মন্দির সংলগ্ন ময়দানে পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে
বারাবনি ব্লকের শতাধিক শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ
করা হয়।’। শনিবার দুপুর ৩ টার দিকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কম্বল গুলো তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে সবার প্রথমে ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ রাজ্য সম্পাদক স্বপন দাস,জেলা সম্পাদক সত্য বাউরি,জেলাসভাপতি রাজু বাউরি,রাজ্য অবজারভার মঙ্গল বাউরি,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউরি সমাজ জেলা মহিলা নেত্রী সবিতা বাউরি , রাজ্য সদস্য আনিতা বাউরি,
পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির বারাবনি ব্লকের সম্পাদক আস্তিক বাউরী সহ প্রমুখ।

পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির বারাবনি ব্লকের সম্পাদক আস্তিক বাউরী বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি এও বলেন সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। তাই আমাদের এই পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজের পক্ষ থেকে সারা বছরেই সমাজসেবামূলক কাজ হয়ে থাকে। যে সকল গরিব মেয়েদের বিয়ের অসুবিধা হয় তখন ও আমাদের সমাজের পক্ষ থেকে পাশে দাড়ায়, তাছাড়া পড়াশোনার শিক্ষা সামগ্রী থেকে শুরু করে রক্তদান এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি।

Leave a Reply