নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোডিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩
মোল্লা শাহজাহান বাদশা,
নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোডিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো মহা সমারোহে।রাজারহাট শাখার এই স্কুলের মাঠে এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা য় অংশ নেয় এক হাজার ছাত্র ছাত্রী। এই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক সাংবাদিক সন্মেলনে এই স্কুলের ম্যানেজিং ট্রাস্টি অ্যান্ড ফাউন্ডার সেকেটারি মীনা শেঠী মন্ডল জানালেন আমাদের এই স্কুলের বয়স ৩২ বছর হয়ে গেলো। আমাদের তিনটি শাখা।
প্রথমটা অর্জুনপুর, দ্বিতীয়টি রাজারহাট এবং তৃতীয় স্কুলটি
বোলপুর (শান্তিনিকেতন)। আমাদের এই রাজারহাট শাখার বোডিং স্কুলের ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকার সুবন্দোবস্ত আছে। প্রতি বছর ভালো ফলাফল করে আমাদের ছেলে মেয়েরা। আজ সকালে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিখ্যাত ফুটবলার রহিম নবি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাজারহাট এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অর্জুনপুর শাখার প্রিন্সিপাল মহুয়া সাহা, রাজারহাট এই স্কুলের প্রিন্সিপাল
মৈত্রেয়ী চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। আজ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা য়
এই স্কুলের ছাত্র ছাত্রীরা ক্যারাটে, দৌড়, নাচ, গান সহ নানা অনুষ্ঠানে অংশ নেয়। সব মিলিয়ে জমে উঠেছিলো এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান।