” ক্লাচ ” সাইকোলজিক্যাল থ্রিলার শর্ট ফিল্ম
বনি সিংহ : সৈয়দা রওশন বানোর ” ক্লাচ অফ ডিস্যাটিসফাইড”বইটির উপর ভিত্তি করে এবং সৌরদীপ ঘোষ পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার শর্ট ফিল্মটির অফিসিয়াল স্ক্রিনিং লঞ্চ হলো শুক্রবার ২২শে ডিসেম্বর (২০২৩) কলকাতা নন্দনে। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কৌস্তব রায়। এছাড়াও অভিনয় আছেন আবৃতি ব্যানার্জি, শুভদীপ চক্রবর্তী, অগ্নিভ মিত্র এবং রাহুল রায়। এই সিনেমাটির মুল ভাবনা সেই সময়কালের যখন করোনার সময় রহস্যজনক পরিস্থিতিতে মৃতদেহের অঙ্গ পতঙ্গ হারিয়ে যাচ্ছিল। এই ছবির পোস্টার অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। মুভিটির পরিচালক বলেন আমি সবসময় থ্রিলারের ঘরানা পছন্দ করি এবং সাইকোলজিক্যাল থ্রিলার আমার প্রিয়। আশা করি সকল থ্রিলার অনুরাগীরা চলচ্চিত্রটি পছন্দ করবে। এই চলচ্চিত্রটির সহযোগী পরিচালক অগ্নিভ মিত্র এবং সিনেমাটোগ্রাফি করেছেন আকাশ মজুমদার, মেকআপ এথেনা নিওগি এবং মৌলি দাস।