ভাতারের কাগজকলে আয়কর হানা

নিজস্ব প্রতিনিধি, 

চলতি সপ্তাহে   পূর্ব বর্ধমান জেলার ভাতারে একটি কাগজকলে আয়কর বিভাগ থেকে অভিযান চালানো হয়  । তবে ভাতারের ওই কাগজকল থেকে ঠিক কি ধরনের নথিপথ উদ্ধার হয়েছে?  তা স্পষ্ট নয় । আয়কর বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু না জানানো হয়নি ।’কৃষ্ণ টিসুস প্রাইভেট লিমিটেড’ নামে এই কাগজকলটি রয়েছে ভাতার থানার নর্জা বাসস্ট্যান্ডের পাশে খড়ি নদীর ধারে । বছর আটেক আগে কাগজকলটি প্রতিষ্ঠা হয় । তখন নদীর স্বাভাবিক গতি পাল্টে এই কারখানা প্রতিষ্ঠা হয় বলে অভিযোগ শোনা যায়। এমনকি এই কারখানার দুষিত জল এই নদীর মাছ এর পক্ষে ক্ষতিকর হয় বলে দাবি অনেকেরই। এই কারখানায় উত্‍পাদিত কাগজ মূলত বিদেশে রপ্তানি হয় । জানা গেছে,ভাতারের ওই কাগজ কলের মালিকের এছাড়া একাধিক ব্যবসা রয়েছে । হাওড়া জেলাতেও রয়েছে আরও একটি কারখানা । মনে করা হচ্ছে যে আয়কর ফাঁকি মামলার জেরেই ভাতারের ওই কাগজকলটি গত বুধবার থেকে অভিযান চালিয়েছে  আয়কর দপ্তর । যদিও মালিকপক্ষের তরফে এনিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

Leave a Reply