নেতাজি নিয়ে আইনী  জয় পেলেন জয়দীপ মুখার্জি 

মোল্লা জসিমউদ্দিন , 

নেতাজি সুভাষ চন্দ্র বসুর রহস্য উদঘাটনে তিনি থামতে রাজি নন।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশের বিভিন্ন জায়গায় নেতাজির তথ্য সংগ্রহে তিনি ছুটেছেন এবং ছুটছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী  তথা অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির কথায় বলছি।বৃহস্পতিবার  দিল্লি হাইকোর্টে এক আইনী  জয় পেলেন জয়দীপ বাবু।এদিন দিল্লি হাইকোর্ট জয়দীপ মুখার্জির দাখিল মামলায় ঐতিহাসিক প্রতুল গুপ্তের পরাধীন ভারতে আজাদ হিন্দ ফৌজ এর অবদান বিষয়ক বই প্রকাশ কেন হচ্ছে না? তা জানতে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় কে নোটিশ ইস্যু করলো দিল্লি হাইকোর্টে 

Leave a Reply