মেমারী ক্রিস্টাল স্কুলের মানবিক উদ্যোগ

সেখ সামসুদ্দিন, ২০ ডিসেম্বরঃ আজ দুপুর ১টার সময় মেমারি ক্রিস্টাল স্কুলের উদ্যোগে মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় ৫০ জন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। মেমারি এলাকায় স্কুলের এমন মানবিক কর্মসূচীকে ভুয়সী প্রশংসা করেন এলাকার মানুষ। এই শীতবস্ত্র বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজার সৌরভ মুখার্জী। তিনি বলেন, ‘আমরা সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই শীতের মরশুমে সামর্থ অনুযায়ী সহযোগিতা করলাম।’ এছাড়াও তিনি জানান, ‘আমাদের ছাত্রদের জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব রয়েছে তাদের মধ্যে সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এর উদ্যোগে এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। আজ আমরা পুরুলিয়ায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ এর জন্য পাঠিয়েছি। ২০১৮ সাল থেকে প্রতি বছর রক্তদান শিবির পরিচালনা করা হয়। করোনার সময় আমরা অন্তত ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী দান করা হয়েছে।
আমরা চোটখন্ড পঞ্চায়েত এলাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের শীতবস্ত্র দান করেছি। গত বছর স্কুলের কার্নিভালের সময় প্রায় ৮৭ শিশুকে বই, জামাকাপড় এবং স্টেশনারি সামগ্ৰী দেওয়া হয়েছিল। কালসি মোড়ে, জনসাধারণের ব্যবহারের জন্য দুটি ব্যারিকেড স্থাপন করেছি।’

Leave a Reply