পূর্ব বর্ধমান জেলার এই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি
মনিরুল ইসলাম,
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের হোসেনপুরের প্রাথমিক বিদ্যালয়ের ২৯২ জন ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি খাওয়ালেন শিক্ষক – শিক্ষিকারা। কয়েকদিন ধরেই শিক্ষক ও ইস্কুলের শিক্ষিকাদের কাছে পড়ুয়ারা আবদার করছিল বিরানি খাওয়ার জন্য। তাই এদিন মিড ডে মিলে চিকেন বিরানি করে খাওয়ানো হলো ছাত্র-ছাত্রীদের কে।তবে শিক্ষকরা জানান -” মিড ডে মিলের পয়সাই এমন খাওয়া-দাওয়া করা যায় না , ৮ জন শিক্ষক শিক্ষা মিলে এই উদ্যোগ নেন যাতে ছাত্র-ছাত্রীরা খুশি হয় “। স্কুলের প্রধান শিক্ষক জানান -“বাড়ির সন্তানদের যেভাবে আমরা ভালোবাসি তেমনি এই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিজের পরিবারের ছেলের মত ভালোবাসি তাই ওদের এই আবদার ছিল সেই আবদার আজকে পূর্ণ করলাম”।