পঞ্চায়েতে টেন্ডার নিয়ে অস্বচ্ছতার অভিযোগে বিজেপি সদস্যদের বিক্ষোভ, খরুন গ্রাম পঞ্চায়েতে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রামপুরহাট এক নম্বর ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েত প্রধান কে ঘিরে শুক্রবার বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি যে, পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে টেন্ডার নিয়ে দূর্নীতি করেছেন শাসক দলের প্রধান। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের কাছে টেন্ডারের বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হয়নি।
সেই দাবিতেই আজকে বীরভূমের রামপুরহাট থানার খরুন পঞ্চায়েতে বিক্ষোভ বলে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীদের বক্তব্য।অফিস খোলার পর থেকেই বিজেপি সদলবলে পঞ্চায়েতের মধ্যে প্রধান কে ঘিরে রাখেন এবং বলেন যতক্ষণ না সদুত্তর পেয়েছি ততক্ষণ ঘেরাও করে রাখা হবে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে খরুন গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৭টি ও বিজেপি ৬ টি আসন দখল করে।তাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে এই খরুন গ্রাম পঞ্চায়েত। টেন্ডারকে কেন্দ্র করে গন্ডগোল লাগার পরেই লোক জমায়েত হতে থাকে পঞ্চায়েতের সামনে। টেন্ডার সংক্রান্ত গন্ডগোলের বিষয়ে খরুন গ্রাম পঞ্চায়েত প্রধান কে
সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি, নিশ্চুপ থেকেছেন।গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন রামপুরহাট থানার পুলিশ। শেষ পর্যন্ত রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও আগামী সোমবার টেন্ডার সংক্রান্ত বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য।